× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোহরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২২, ১০:৫৭ এএম

'বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই উন্নয়ন' ও 'হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস অক্টোবর-২০২২  উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রথমে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া কৌশল শিখানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে পোমগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোহাম্মদ উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার এস এম জসিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ,  ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.