× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্যামনগরে জমি বিরোধে বড় ভাইকে খুন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৬:০৮ এএম

সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের ঘটনা ঘটেছে। 

রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সোনার মোড় সংলগ্ন মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় পুত্র লোকমান হোসেন ও ছোট পুত্র মোশারফ হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে ফজরের নামাজের পর বড়ভাই লোকমান হোসেনের সাথে ছোট ভাই মোশারফের হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে মোশারফ হোসেন তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনা স্থলেই বড় ভাই লোকমান জ্ঞান হারিয়ে ফেলে।

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরেই এ হত্যাকাণ্ড । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.