× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেলা প্রশাসন অলিম্পিয়াড উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৭:২৩ এএম

জ্ঞানের দীপে চলব পথ, অলিম্পিয়াডের এই শপথ, এই স্লোগানে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ উদযাপন হয়েছে।

এ উপলক্ষে রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, স্বাগত বক্তব্য আঃ কাইয়ুম খান।
উপজেলার ১৪টি ইউনিয়ন পর্যায়ে ৯০ জন শিক্ষার্থী অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজ্ঞান বিষয়ে লিখিত ও মৌলিক পরীক্ষায় ৩টি ইউনিয়ন এবং ইংরেজি স্পেলিং কনটেস্টে প্রতিযোগিতায় ৩টি ইউনিয়ন বিজয়ী হয়। পরে তিনটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.