কুড়িগ্রামের উলিপুরে ২৮০ পিস ইয়াবাসহ আব্দুর রহমান (৫৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফকিরের চর গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
শনিবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমীনের নির্দেশনায় এসআই মিজানুর রহমান, আজিজুল হাকিমসহ সংগীয় ফোর্স বেগমগঞ্জ ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ফকিরের চর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে তার বসতবাড়ী থেকে ২৮০পিস ইয়াবাসহ আটক করা হয়।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে