× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালোবাজারে চাল বিক্রির অপরাধে কোটালীপাড়ায় ওএমএস ডিলারশীপ বাতিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৮:৫৭ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কালোবাজারে চাল বিক্রির অপরাধে খায়রুল ইসলাম নামে এক ওএমএস ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

আজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা ওএমএস কমিটির জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় উপজেলা ওএমএস কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান বলেন, মাস্টাররোল ও বাস্তব মজুদের সাথে পার্থক্য থাকার কারণে খায়রুল ইসলামে ডিলারশীপ বাতিল করা হয়েছে। সে যে পরিমান চাল কালোবাজারে বিক্রি করেছে তার বর্তমান বাজার দরের দিগুন টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। 

খায়রুল ইসলাম উপজেলার আমতলী ইউনিয়নের ছোট দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.