× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধনবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৩ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৪৮ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩০ অক্টোবর ২২)ইং সকালে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নার লিনা বকল, থার ওসি এইচ এম জসিম উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু সহ অন্যান্যরা।

এসময় কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. মো: আব্দুর রাজ্জাক এমপির ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড তার পক্ষে তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা গ্রহন করেন। উল্লেখ্য, উপজেলার ৭৯ জন জীবিত মুক্তিযোদ্ধা ও ৬৯ জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে মোট ১৪৮ জনের মাঝে এ ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.