× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধনবাড়ীতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২২, ১০:১৫ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের কাঠালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খিদমাতুলউম্মাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) রাতে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে খিদমাতুলউম্মাহ্ সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ধনবাড়ী চালাষ ইক্বরা দারুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী মো. আব্দুর রহমানের  সভাপতিত্বে এ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মেহেরুল হাসান সোহেল। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগ বীরতারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো: মোজাম্মেল হকসহ অন্যরা। 

তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকার বনানীর কড়াইল আদর্শনগর কবরস্থান জামে মসজিদ ও কেরানীগঞ্জ রোহিতপুর ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস  মুফতী উবায়দুর রহমান হুযাইফী(হাফি.)সহ অন্যান্য বক্তারা ওয়াজ নছিয়ত করেন। 

তাফসীরুল কোরআন মাহফিলে কাঠালিয়াবাড়ী, বাজিতপুর, বলাসুতী, পলিশারপাড় ও কদমতলী সহ বিভিন্ন এলাকার নারী-পুরুষ মুসল্লিরা অংশ নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.