× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেওয়ারীগঞ্জে পুকুরে বিষ ঢেলে দেড় লক্ষ টাকার মাছ নিধন.

লক্ষ্মীপুর প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২২, ০৮:৫৪ এএম

লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে মফিজ সর্দার নামে এক কৃষকের পুকুরে বিষ ঢেলে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে তেওয়ারিগঞ্জ ইউনিয়নের মফিজ সর্দারের বাড়িতে এঘটনা ঘটে। পরে ওই ভুক্তভোগী জাতীয় আইন সহায়তা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। অভিযুক্তরা হলেন-একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলি। তবে এবিষয়ে কথা বলতে অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী মফিজ সর্দার জানালেন, বাড়ির পুকুর ও সরকারি অনাবাদি খালে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন তিনি। পুকুর ও খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি জমি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির মাকসুদ, ইউসুফ, বাসার ও আব্দুল আলির সাথে তার বিরোধ চলে আসছিলো। বুধবার রাতে পুকুর পাড়ে তাদেরকে বিষের বোতল নিয়ে ঘুরাফেরা করতে দেখতে পান তিনি। আক্ষেপ করে মফিজ জানান, তারা পুকুরে বিষ দেবেন এটি ভাবতেও পারেননি তিনি। সকালে উঠে দেখেন পুঁটি, কইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। পরে জাতীয় আইনগত ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, বিষ দিয়ে মাছ নিধনের খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থল পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.