দিনাজপুরের নবাবগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ডাকবাংলা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্মসম্পাদক জিয়াউর রহমান মানিক, ছানোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম সবুজ সহ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী প্রমুখ বক্তব্য দেন।
পরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।