× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে সৈকতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২২, ১০:০০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে গিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা চিকিৎসকের।

৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে সৈকতের হাঁটু পানিতে পড়ে হঠাৎ অজ্ঞান হন ওই শিক্ষার্থী। সেখানকার লাইফগার্ড কর্মীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আরিফ (২২)। আরিফ কুমিল্লার মুরাদনগর কাজী রোমান আহমেদ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

বিচকর্মী বেলাল হোছাইন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বন্ধুর সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন আরিফ। তারা দুইজন কলাতলীর সী-সান হোটেলে উঠেন। বৃহস্পতিবার সৈকতের সী-গাল পয়েন্টে বেড়াতে গিয়ে হাঁটু পানিতে পড়ে হঠাৎ অজ্ঞান হন তিনি। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.