× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনে হেরে এসি খুলে নিয়ে গেলেন চেয়ারম্যান

জয়পুরহাট প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২২, ১০:১২ এএম

নির্বাচনে পরাজিত হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে এসিসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছেন সদ্য সাবেক চেয়ারম্যান হাইকুল ইসলাম মোল্লা ওরফে লেবু মোল্লা। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সাড়ে ৩টার দিকে এসিসহ বিভিন্ন আসবাবপত্র পরিষদ থেকে বাড়িতে নিয়ে যান তিনি।

জানা গেছে, ২০১৭ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হাইকুল ইসলাম মোল্লা ওরফে লেবু মোল্লা। গতকাল (০২ নভেম্বর) সরকার দলীয় নৌকার প্রার্থী বজলুর রহমান খানের কাছে ২ হাজার ৩৩ ভোটে হেরেছেন তিনি। এরপর বৃহস্পতিবার (৩ নভেম্বর) সাড়ে ৩টার দিকে এসিসহ বিভিন্ন আসবাবপত্র পরিষদ থেকে বাড়িতে নিয়ে যান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতাও মিলেছে। 

এ ব্যাপারে ওই ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান হাইকুল ইসলাম মোল্লা বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুলশীগঙ্গা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বজলুর রহমান খান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.