× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত

কামরুল হাসান টিটু, রংপুর

০৩ নভেম্বর ২০২২, ১০:১৮ এএম

রংপুরে জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস পালন করেছে  জেলা আওয়ামী লীগ।বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতৃবৃন্দ। বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, সহ-সভাপতি উৎপল সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক জাসেম বিন জুম্মন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাব্বির আহমেদ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক সুরাইয়া আক্তার,জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ। 

এসময় বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে অভ্যন্তরে আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারী ও বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.