× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুতুবদিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

০৯ নভেম্বর ২০২২, ২৩:০৭ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে উপজেলা ভূমি অফিস মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। 

বিকালে মেলা উপলক্ষে আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, সহকারী কমিশনার ভূমি জজ মিত্র চাকমা, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

উদ্ভাবনী মেলায় উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে কুতুবদিয়া সরকারি কলেজ, দ্বিতীয় হয়েছে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, তৃতীয় ছমদিয়া আলিম মাদ্রাসা। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে লেমশীখালী উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করেন কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ। 

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.