× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

১০ নভেম্বর ২০২২, ০২:০২ এএম । আপডেটঃ ১০ নভেম্বর ২০২২, ০২:০৩ এএম

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী রমিচা (৩৬) এর পিতার নাম সাত্তার আলী। সে স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননী।

গতকাল বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়ির বিদ্যুতের মিটারে রাতে ব্যাটারী চালিত অটো রিকসা চার্জ দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটো রিকসা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়া বিদ্যুতের তার অরক্ষিত ছিল। পরে রমিচা বেগম সে তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করে চিকিৎসক।

পাঁচগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দু:খজনক।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণের ঘটনাটি থানায় কেউ জানায়নি বলে জানান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার। তবে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.