× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোয়ালখালীতে ১১ দিনেও খোঁজ নেই দুই শিক্ষার্থীর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

১০ নভেম্বর ২০২২, ০২:৫৯ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হুমাইরা জান্নাত (১৪) ও মো. মমতাজ রহমান রিফাত (১৪) নামের ৯ম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। গত ১ নভেম্বর সকালে কোচিংয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তারা। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন বলে দাবি উভয়ের পরিবারের।

নিখোঁজ হুমাইরা জান্নাত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুতুব মেম্বার বাড়ির আবদুল মান্নানের মেয়ে ও রিফাত একই এলাকার ফয়েজ আহমদ সওদাগরের নতুন বাড়ীর মনসুর আলমের ছেলে। তারা খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

হুমাইরা জান্নাত ও রিফাত ১১দিনেও বাড়ি না ফেরায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত ৫ নভেম্বর বোয়ালখালী থানায় হারানো ডায়েরী করেছেন জান্নাতের মা রিনা আক্তার। এদিকে ছেলের সন্ধানে রিফাতের মা শিরিন আকতার গত ৮ নভেম্বর থানায় হারানো ডায়েরি করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.