× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২২, ০৪:২৩ এএম

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখীই-সেবার সাথে পরিচিত করতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কিভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্ম কে উদ্ভাবনী জ্ঞানকে কাজে লাগাতে হবে।

৪টি প্যাভিলিয়ন অনুষ্ঠিত মেলায় প্রতিটি প্যাভিলিয়ন পৃথকভাবে স্টল দেয়া হয়। ১ম প্যাভিলিয়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ২য়, ৩য় এবং ৪র্থ প্যাভিলিয়নে উপজেলার সকল বিভাগ সহ মোট ১৮ টি স্টল অংশগ্রহণ।
একই দিনে বিকালে এ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছি বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রোগ্রামার রাজিব রায় চৌধুরি, বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রহমতুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.