× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্য নিহত

জয়পুরহাট প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৩:২২ এএম

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (২০-বিজিবি) সিপাহী নেপাল দাস (৩১) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাশ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

নিহত নেপাল দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী এলাকায় নারায়ণ দাসের ছেলে। তিনি ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিএম স্কুল ২০ বিজিবির বিশেষ ক্যাম্পের ভেতরে সিপাহী হযরতের গুলিতে নেপাল নামক একজন সিপাহী গুরুতর রক্তাক্ত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাতেই লাশটি ময়নাতদন্ত করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে লাশ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

তবে এখন পর্যন্ত সিপাহী হযরত এর পরিচয় পাওয়া যায়নি।

জয়পুরহাট ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, নিহতের শরীরে বন্দুকের গুলির ক্ষত রয়েছে। পিঠে, বুকে ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। এটি দেখে মনে হয়ে পিট দিয়ে গুলি ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে। তাছাড়াও ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি পরিষ্কার বলা যাবে।

জয়পুরহাট থানার পরির্দশক গোলাম সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার সকালে জয়পুরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.