× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে থানা সংলগ্ন বাড়িতে দুর্ধর্ষ চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২২, ০৪:৫৭ এএম । আপডেটঃ ১৮ নভেম্বর ২০২২, ০৭:৩৫ এএম

বগুড়ার শেরপুর থানা সংলগ্ন একটি বাড়িতে ৩৫ মিনিট সময়ের মধ্যে ১৪ ভরি সোনা নিয়ে চম্পট দিয়েছে চোর চক্র।

গতকাল বৃহস্পতিবার  (১৭ নভেম্বর) সকালে দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি ঘটেছে, পশ্চিম দত্তপাড়ার উদয় দত্ত’র বাড়িতে।

বাড়ির গেট খুললেই থানা ভবন। প্রতিদিনের মতো সকালেই নিজ দোকানে যান উদয় দত্ত। ছেলে এসএসসি পরিক্ষার্থী। সকাল  সোয়া ১০টার দিকে ছেলের মা চিত্রা দত্ত পরিক্ষা কেন্দ্রে ছেলেকে রাখতে যান। আনুমানিক ৩০ থেকে ৩৫ মিনিট পর বাড়িতে ফিরে দেখেন বাড়ির কলাপসিবল গেটের তালা ভাঙ্গা।

এরপর বাড়ির ভিতরে গিয়ে দেখেন শয়ন কক্ষের ওয়্যারড্রোবেরও তালা ভাঙ্গা। তবে  মেইন গেটের তালা অক্ষত ছিলো। বাড়ির প্রাচীর টপকিয়ে চোরেরা ভিতরে প্রবেশ করেছিলো। সংঘবদ্ধ চোর চক্ররা মাত্র ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যেই দুর্ধর্ষ এই চুরি সংঘটিত করেছে। ওয়্যারড্রবে থাকা সোনার চেইন, চিক মালা, বালা, কানের দুল, আংটি, চুর, কানটানা সহ প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, চুরির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। চোর চক্রকে ধরতে আইনি প্রক্রিয়া চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.