× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ায় নৈশপ্রহরী জব্বার হত্যায় ৬ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০২:৪৪ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাইচ মিলের নৈশপ্রহরী আব্দুল জব্বার হত্যা মামলায় ২৪ বছর পর ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

দন্ডিতরা হলেন, মো. আফজাল হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. গুলজার রহমান, আসমা ও আলম ফকির।  এদের মধ্যে আলম ও আসমা পলাতক থাকায় বাঁকি ৪ আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. জহুরুল ইসলাম। 

আইনজীবী জহুরুল ইসলাম জানান, ১৯৯৮ সালের ১৮ অক্টোবর বগুড়ার শিবগঞ্জর উপজেলার বিলহামলা গ্রামে একটি রাইচ মিলের নৈশপ্রহরী আব্দুল জব্বারকে হত্যা করে আসামিরা মটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাইচ মিল মালিক শরীফ উদ্দিন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ২৪ বছর পর আদালত গতকাল বুধবার ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.