রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের আমীরগঞ্জ রেলস্টেশনের সিগনালের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনের মাথায় থাকা প্রেসার মেশিন বিকল হয়ে যায়। পরে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রায়পুরার আমীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে অজ্ঞাতনামা এক যুবককে ধাক্কা দেয়। এ সময় যুবকের মাথায় থাকা একটি গাছের ডাল ছিটকে ট্রেনের প্রেসার মেশিনে লাগলে সেটি বন্ধ হয়ে যায় এবং কিছু দূর যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম রেলপথের ১ লাইনের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে টানা ১ ঘণ্টা। আমীরগঞ্জ রেলস্টেশনের আউটারে থাকার পর ট্রেনটির প্রেসার মেশিন পুনরায় চালু হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।