× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতা নয়ন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৩:১০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জেলার বাঞ্ছারামপুরে সম্প্রতি পুলিশের শটগানের গুলিতে নিহত ছাত্রদল নেতা মো. নয়ন মিয়ার বাবা। 

গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিকেলে নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) আদালতে এ মামলার আবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবী আরিফুল হক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, এস আই আফজাল হোসেন খান, এস আই বিকিরণ চাকমা, কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম। 

বাদীর আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেছেন। আদালত এই বিষয়ে আদেশ দেবেন। পরে বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লার গণসমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের শটগানের গুলিতে নিহত হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.