× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগাতিপাড়ায় তিন বিদ্যালয়ের জলমটর চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৫:২০ এএম

নাটোরের বাগাতিপাড়ায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ের জলমটর (সাব মার্সেবল পাম্প) চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় পৃথক জি.ডি করা হয়।

জানা গেছে, উপজেলার পাঁকা ইউনিয়নের তকিনগর সরকারি প্রাথমিক বিদ্যা নিকেতন’র জলমটর মঙ্গলবার দিবাগত রাতে চুরি হয়। ২০ নভেম্বর বাগাতিপাড়া সদর ইউনিয়নের বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২২ মার্চ জামনগর ইউনিয়নের চক বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলমটর চুরি হয়।

উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে জিপিএস এবং এনএনজিপিএস প্রকল্পের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে এসব সাব মার্সেবল পাম্প স্থাপন করা হয়। নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান আলী কনস্ট্রাকশন এর কার্যাদেশ পায়।

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনটি বিদ্যালয়সহ মোট ৫টি জল মটর চুরির খবর পেয়ে,বিষয়টি ঊর্ধ্বতনকে জানিয়েছেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.