× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল ব্যুরো

২৪ নভেম্বর ২০২২, ০৬:০১ এএম

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ওই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। 

বিক্ষুব্ধরা বলেন, বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের ওপর দীর্ঘদিন থেকে জুমুল করে আসছেন। তার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি প্রদান করা হয়। শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ ওই শিক্ষককে কলেজ থেকে অপসারণের দাবি করেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রথম গেট সংলগ্ন মৃত্তিকা ভবনের সামনে প্রথমে শিক্ষার্থীরা দাবি পূরণের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মৃত্তিকা বিভাগের শিক্ষার্থী এমদাদুল হক তুষারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী নোমান ইসলাম, রিগান আহমেদ, ফয়সাল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিভাগীয় প্রধানের জুলুমের কারণে ইতোমধ্যে মৃত্তিকা বিভাগের ১১ জন শিক্ষক অন্যত্র চলে গেছেন। বর্তমানে পাঁচজন শিক্ষকদ্বারা মৃত্তিকা বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছেনা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.