× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যশোর প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২২, ০৬:২৩ এএম । আপডেটঃ ২৪ নভেম্বর ২০২২, ০৭:৩৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কায় ভোট দিন। সেবা করার সুযোগ চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে পাশে থাকতে হবে। আমরা শান্তি চাই, উন্নতি চাই। প্রত্যেকটা জায়গায় দেশ এগিয়ে যাক, সেটিই প্রত্যাশা।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে এক জনসভায় প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

এর আগে বিকেলে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনো বিচার পাইনি। আমি বাবা-মা, ভাই-বোনকে হারিয়েছি। তারপরও আমি ফিরে এসেছি। আমার লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে টাকা নেই, এই দাবি মিথ্যা। বিএনপি দেশকে লুট করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বলেই দেশের এত উন্নয়ন হয়েছে। অনেকে এখন রিজার্ভ নিয়ে বিভিন্ন সমালোচনা করছে। অথচ আমাদের সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে।’ 

তিনি বলেন, ‘পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। রিজার্ভের কোনো সমস্যা নেই, আমাদের সব ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে। সামনের দিনেও কোনো সমস্যা হবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রিজার্ভ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা শুনছি। অনেকে প্রশ্ন করেন, রিজার্ভ গেল কোথায়? আমরা তো রিজার্ভ অপচয় করিনি। মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। জ্বালানি তেল কিনতে হয়েছে, খাদ্যশস্য কিনেছি। আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি। করোনার টিকা ও চিকিৎসাসেবা নিশ্চিত করেছি। এসব কাজে রিজার্ভ থেকে খরচ করতে হয়েছে আমাদের। কারণ আমরা সবসময় মানুষের কথা চিন্তা করে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছি।’

করোনাভাইরাস মহামারির কারণে তিন বছর পর প্রথমবারের মতো আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় সশরীরে অংশ নিলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিন। সেবা করার সুযোগ চাই। নৌকা মার্কায় ভোট দিয়ে পাশে থাকতে হবে। আমরা শান্তি চাই, উন্নতি চাই। প্রত্যেকটা জায়গায় দেশ এগিয়ে যাক, সেটিই প্রত্যাশা। যতদিন বেঁচে আছি, দেশের জন্য কাজ করে যাব।’


আরও পড়ুন

যশোরে জনসভা শুরু, সভামঞ্চে প্রধানমন্ত্রী

যশোরে বিমান বাহিনীর কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.