× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দিনাজপুরে ৫ লিটার ফেন্সিগ্রিপসহ মাদক ব্যবসায়ী আটক

২৫ নভেম্বর ২০২২, ০৬:১২ এএম

দিনাজপুরে ৫ লিটার ফেন্সিগ্রিপ মাদকসহ ফরিদুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয় ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মুরাদপুর সাহাপাড়া এলাকার মো. মোকারম হোসেনের ছেলে। 

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের লালদিঘী মোড় এলাকার সোহা অটো রাইস মিলের পূর্ব পাশের্^ হরিহরপুর হতে দিনাজপুর গামী পাকা রাস্তার উপর ব্যাটারী চালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক বস্তার মধ্য থেকে কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ ৫ লিটার ফেন্সিগ্রিপ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ফরিদুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী বাহন অটোবাইকটি জব্দ করা হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত মাদক ব্যবসায়ীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।






Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.