আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উদ্যাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মার্কেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় নারীর ভূমি অধিকার গ্রুপের সদস্য আদিবাসী নারী উন্নয়ন সংস্থা "সিঁড়ি" নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সারা বিশ্ব ব্যাপী প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়। এ বছর এ পক্ষের মূল সূর হচ্ছে " একতা! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয়তা।
নারীর ভূমি অধিকার গ্রুপের ১২টি সংস্হা বাংলাদেশের ৮টি বিভাগে কাজ করছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কাজ করছে আদীবাসীদের নারী উন্নয়ন সংস্হা "সিঁড়ি" নারীর ভূমি অধিকার গ্রুপের উদ্দেশ্য হলো ভূমি ও জলাশয়ে নারীর অধিকার এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়া।
মানববন্ধনে নেতৃত্ব দেন “সিঁড়ি”র সভাপতি লুমা রাখাইন। অংশগ্রহণকারীদের স্লোগান দিতে নেতৃত্ব দেন সিঁড়ি'র প্রকল্প কর্মকর্তা লাকী।
নারী প্রতিনিধিবৃন্দ "নির্যাতন যেখানে -প্রতিরোধ করবো সেখানে " পাহাড় কিংবা সমতল, আমরাই নারী আমরাই বল। রাজপথে নারীর সারা, জাগরণে নতুন ধারা” “রাতের বেড়া ভাঙ্গবো - স্বাধীন ভাবে চলবো ” ইত্যাদি স্লোগান দিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানান।