× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে বাড়ির টয়লেট নির্মাণের ইট টানালেন ইউপি সদস্য

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২২, ০৮:১০ এএম

সিরাজগঞ্জ শাহজাদপুরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজ বাড়ীর টয়লেট বানানোর জন্য ইট টানানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এমন একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইউনিয়ন জুড়ে চলছে বিভিন্ন সমালচনা। কিন্তু উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তারা কিছুই জানেন এ বিষয়ে।  

 এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে। 

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কৈজুরী ইউনিয়নের  কর্মসৃজন কর্মসূচির আওতায় পাথালিয়াপাড়া বুদ্ধ মোল্লার বাড়ি হতে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ৬৫ জন শ্রমিক বরাদ্দ থাকলেও সেখানে কাজ করছে ৪০ জন। ওই প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তা নির্মাণের কাজ বাদ দিয়ে কৈজুরী ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মো. নজির তার নিজ বাড়ির টয়লেট বানানোর জন্য ইট বাঁধ থেকে বাড়িতে বহন করান।

শ্রমিকরা বলেন,  নজির মেম্বার আমাদের ইট বাড়িতে পৌঁছে দিতে বলেছে তাই তার কথামত আমরা ইট বাড়িতে পৌঁছে দিয়েছি। 

এ বিষয়ে ইউপি সদস্য মো. নজির ঘরনার সত্যতা স্বীকার করে বলেন, কর্মসূচি প্রকল্পের লেবার দিয়ে অল্প কিছু ইট বাড়িতে নেওয়া হয়েছে। কিন্তু কেন তা করালেন এ বিষয়ে তিনি কোন সদুত্তর দেননি।

 শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে  কিছুই জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। 
 শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.