× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বগুড়ার শেরপুরে সড়ক দুঘর্টনায় নিহত ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ এএম

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভটভটি চালক ও সহযোগী ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনায় নিহত গোপাল সরকার(৩৫) শেরপুর পৌরশহরের কর্মকারপাড়ার বাসিন্দা। তিনি প্রাণ কোম্পানীর বিপনন সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

আরেকজন ভটভটি চালক আল-আমিন(৩২)। সে উপজেলার শেরুয়া বটতলা এলাকার খেজুর আলী প্রামানিকের ছেলে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ইটালি এলাকায় ঘটে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে শেরপুর ক্যাস্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ইটালি (ঘোগাবটতলা) নামক স্থানে সংযোগসড়ক আমিনপুর রোডে ভটভটি মহাসড়কে উঠে শেরপুরের দিকে আসছিল। এসময় রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন(ঢাকা-মেট্টো-ব- ১৪-৪৮৪৭) একটি বাস আরেক বাসকে সাইড দিতে গিয়ে ওই ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটি থাকা প্রাণ কোম্পানীর বিপনন সহকারি গোপাল সরকার ও ভটভটি চালক আল-আমিন মারা যায়। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়। নিহতদের মরদেহ  ও গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ও ওয়্যার হাউজ পরিদর্শক নাদির হোসেন বলেন, সড়ক দূঘর্টনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া দূর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। 


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.