× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোমনায় ৫ জয়িতাদের সংবর্ধনা প্রদান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩১ এএম

কুমিল্লার হোমনায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাচঁজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের  আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে  উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাকে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন আহমেদ, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা ও সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য জান্নাতুল ফারহানা হক সুইটি, অর্থনৈতিক সাফল্যে শিউলি আক্তার, সফল জননী মমতাজ বেগম, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন মুন্নি বেগম, সমাজ উন্নয়নে শিউলি আক্তার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.