× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোহরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৬:১৪ এএম

"দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব" প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে  জাতীয় ও দুদক এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়ে র‍্যালী ও মানববন্ধন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে মো. আনিছুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । 

‍এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশরাত জাহান, দুর্নীতি দমন কমিশন গাজীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মশিউর রহমান,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন ফকির প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ মানুষ যেন তাদের অধিকার পায় সেজন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন। জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। 

এসময় বক্তারা ২০৩০ সালের মধ্যে এসডিজি এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.