× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিবচরে জমে উঠেছে ফুটপাতে শীতবস্ত্র বেচাকেনা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৫ এএম

অল্প স্বল্প শীত পড়ার সাথে সাথে শিবচর পৌর বাজারের গরম কাপড়ের দোকান গুলোতে জমজমাট বেচা কেনা শুরু হয়েছে। ইতোমধ্যে জমে উঠেছে পৌরবাজারের  ফুটপাতের শীতের কাপড়ের দোকান গুলো।

সরেজমিনে দেখা গেছে, শিবচর পৌর বাজারের মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতেও সমানতালে চলছে গরম কাপড়ের বেচাকেনা। সস্তা দামে গরম কাপড় কিনতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা ফুটপাতের দোকানে ভিড় করছেন।  শিবচর পৌরবাজারের লালন মঞ্চ সংলগ্ন পুকুরের পাশ জুড়ে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা শীতের বস্ত্র কেনার জন্য ভিড় করছেন। এছাড়াও  সদর রোড সহ বিভিন্ন এলাকায় ফুটপাতের ওপর ও ভ্যান গাড়িতে করে বাহারী রঙ্গের শীতবস্ত্র বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা সিংহ ভাগই মৌসুমী পোশাক বিক্রেতা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার আগেই এসব দোকানে ভিড় করছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। ভ্যান গাড়িতে করেও এলাকা ভিত্তিক বিক্রি হচ্ছে শীতের গরম পোশাক।  । নতুন ও পুরনো কাপড়ের গাইড এনে বিক্রি করেন ব্যবসায়ীরা। তবে এর মান ভালো এবং দাম তুলনামূলক কম। তাই মধ্যবিত্তদের পাশাপাশি বিত্তবানদেরও এখানে শীতের পোশাক কিনতে দেখা যাচ্ছে।

এবিষয়ে পোশাক বিক্রেতা বলরাম মন্ডল জানান, পাইকারী দরে কম দামের পোশাকগুলো তারা ক্রয় করে  বিভিন্ন এলাকায় বিক্রি করেন। পোশাক অনুযায়ী আছে দামের ভিন্নতা । নিন্মবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা তাদের ক্রেতা।

সব বয়সের মানুষের শীতের কাপড় বিক্রি হচ্ছে ফুটপাতে। দামও কিছুটা নাগালের মধ্যে থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছে লোকজন। নির্ধারিত সময়ে পসরা নিয়ে বসছেন হকাররা রাত পর্যন্ত চলে বেচাকেনা। শীত যত বাড়বে ফুটপাতের বাজার তত বেশি গরম হবে বলে মনে করছেন ফুটপাতের বিক্রেতারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.