× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পলাশবাড়ীতে ১২ ফুট লম্বা ডানার শকুন উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২২, ২৩:১৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষকের মাঠ থেকে ১২ ফুট লম্বা ডানার ‘হিমালীয়ান গৃধিনী’ প্রজাতির শকুন উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসানেরপাড়া গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রণমেন্টাল রিসার্চ- (তীর) গাইবান্ধা সরকারি কলেজ শাখার কর্মীরা উদ্ধার কাজে সহযোগিতা করে।

বিষয়টি নিশ্চিত করে ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি জাহিদ রায়হান জানান, শনিবার সকালের দিকে ওই এলাকায় শকুনটিকে একটি গাছে দেখতে পায় এলাকাবাসী। প্রায় ১২ ফুটের ডানায় ভর করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে শকুনটি একটি গাছে আশ্রয় নেয়।  এরপর শকুনটি খাবারের খোঁজে ও বিশ্রামের জন্য গাছের মগ ডাল থেকে মাটিতে নেমে এলে এলাকাবাসী শকুনটি আটক করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে বিষয়টি জেলা ভারপ্রাপ্ত বন কর্মকতা  শরিফুল ইসলামকে অবগত করা হলে পরে বন বিভাগ ও তীরের একটি স্বেচ্ছাসেবী দল ঘটনাস্থল থেকে শকুনটি উদ্ধার করে ।

 গাইবান্ধা জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ ব্যাপারে জানান, উদ্ধারকৃত শকুনটিকে  দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.