× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে বন্ধ কারখানা চালুর দাবিতে সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২২, ০৭:১৫ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ যমুনা সার কারখানায় উৎপাদন চালু এবং বন্ধ হয়ে পড়া উপজেলার কয়েকটি পাটকল পুনরায় চালুর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চর পোগলদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সদস্য কবি আলতাফ হোসেন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেলা সিপিবির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবির সাধারণ আব্দুল্লাহ আল মামুন, ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরিষাবাড়ীতে সম্প্রতি ৪টি পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পরিকল্পিতভাবে হাজার হাজার শ্রমিককে বেকার বানানো হয়েছে। কর্মহীন শ্রমিকরা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। এআরএ জুটমিলের জমি আইন অমান্য করে আবাসিক প্লট আকারে বিক্রি করা হয়েছে এবং আলহাজ জুটমিলের জমিও একইভাবে বিক্রির পায়তারা চললেও সরকার ব্যবস্থা নিচ্ছে না। অপরদিকে দেশের বৃহৎ যমুনা সারকারখানাও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ চালুর উদ্যোগ নেয়নি।

এতে নতুন কর্মসংস্থান তো নয়ই, বরং খেটে খাওয়ার মতো ন্যূনতম অবলম্বনও একের পর এক বন্ধ হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.