চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউটার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার সকাল পৌণে ১১টার সময় নাচোল রেলস্টেশন এলাকায় এ দুঘর্টনা ঘটে। মৃত ব্যক্তি হচ্ছে গুঠইল গ্রামের সাইফুউদ্দিনের ছেলে হোসেন আলী(৬০)।
স্থানীয়রা জানায়,রোববার সকাল পৌনে ১১টার সময় বাড়ি যাওয়ার জন্য হোসেন আলী রেল পার হচ্ছিলেন এমন সময় রাজশাহী হতে রহনপুর গামি কমিউটার ট্রেনটি নাচোল রেলস্টেশন এলাকায় পৌঁছানোর সময় হোসেন আলী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল ১০টা ৪৫মিনিটের দিকে হোসেন আলী রেলস্টেশন এলাকায় রেলগেট পার হওয়ার সময় কমিউটার ট্রেনের নিচে পড়ে মারা যায়।