× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে বাসের ধাক্কায় নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আব্দুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বাসটি থানায় নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.