× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে এক জনের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ১৪:১৯ পিএম

নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যুু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ওই ব্যক্তির নাম মোঃ নুরুল ইসলাম (৪০)। তিনি চাঁনপুরের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মোঃ তাল মিয়ার ছেলে। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে নুরুল ইসলামের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময় আশপাশের লোকজন তার মাথায় পানি ঢালতে থাকে পরে মাথার পিছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। অবস্থা গুরুতর দেখে তাকে স্পিডবোট করে ভৈরবের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

এব্যাপারে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন মিয়া মুঠোফোনে বলেন, এটি সাধারনত একটি দূর্ঘটনা। নিহত নুরুল ইসলামের স্ত্রী আর ভাই আমার কাছে এসেছিলো বিষয়টি তারা আমাকে অবগত করেছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.