× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় পুলিশের জব্দ ৮ গাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২২, ১৬:০৯ পিএম

রাজধানীর অদূরে আশুলিয়া থানার বিভিন্ন মামলায় জব্দ করা ছোট-বড় ৮টি গাড়ি ভস্মীভূত হয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এরপর ঢাকা জেলা পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে।  

ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে ডিএমপির একজন উপ-পুলিশ কমিশনারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। 

পাশাপাশি একাধিক সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িগুলো মহাসড়কের পাশেই রেখে দেয়। সেখান থেকে সকালে হঠাৎ করে ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে আগুন ধরে যায়। এসময় খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় দুটি ট্যাক্সিক্যাব, পাঁচটি প্রাইভেটকার ও একটি ট্রাক।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। 

তিনি জানান, এখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। তবে কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপরে আশুলিয়া থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.