× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে জামায়াত-শিবিরের মিছিল থেকে ১২ নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ০৬:০৫ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭ এএম

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের নায্য অধিকার আদায়ে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় জয়পুরহাটে গণমিছিল করার সময় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বামনপুর-সগুনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও জনগণের নায্য অধিকার আদায়ে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ভোর সাড়ে ৭টার দিকে জেলার সদর উপজেলার সগুনা এলাকা থেকে গণমিছিল করতে বের করেন জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী। মিছিলটি হিচমি-পুরানাপৈল বাসপাস সড়কের সগুনা প্রধান সড়কে উঠলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন। এসময় গোয়েন্দা পুলিশ ধাওয়া দিয়ে ১২ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে আটক করে এবং গোয়েন্দা পুলিশ ৬ রাউন্ড গুলি ছোঁড়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

আটকরা হলেন- জেলার সদরের কাশিড়াবাড়ি এলাকার বাসিন্দা জামায়াত ইসলামীর সদস্য শহিদুল ইসলাম (৫৫), শহরের প্রফেসরপাড়া মহল্লার আমিনুল ইসলাম (৫০), হাটুভাঙ্গা এলাকার বাসিন্দা জামায়েত ইসলামী সদর উপজেলা শাখার সহ-সভাপতি শাহ আলম দেওয়ান (৪৫), শিবিরকর্মী ১০ শ্রেণির ১৬ বছর বয়সী একজন ছাত্র, মিটনা গ্রামের বাসিন্দা ও জামায়াতের সদস্য নাহিদুল ইসলাম (৩০), কড়ই এলাকার বাসিন্দা ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম (২৮), পাঁচবিবির জাম্বুবান এলাকার বাসিন্দা ও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (২৭), ওই এলাকার বাসিন্দা শিবিরের সদস্য সোহরাব হোসেন (২২), পাঁচবিবির লকনাহার গ্রামের মেশকাত শরীফ (২৩), সদরের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা শিবির কর্মী মেহেদি হাসান (২০), সদরের শ্যামপুর এলাকার মো. শিপন (২৬) এবং মো. নূরনবী (২৪)।
এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একত্রিত হয়ে নাশকতার চেষ্টা করছিলেন। এসময় পুলিশ সেখানে গেলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে সেখান থেকে জামায়াত-শিবিরের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানার, দশটি ককটেল ও লাঠাসোঁটা জব্দ করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজুতে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.