× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

জয়পুরহাট প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ১৯:০৪ পিএম

জয়পুরহাটে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে সঞ্জিত হোসেন আলিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শনিবার দুপুরে জয়পুরহাট পৌর শহরের গুলশান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত হোসেন আলিফ শহরের শান্তিনগর এলাকার আলামিন হোসেনের ছেলে। সে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, শহরের গুলশান মোড় এলাকায় ভটভটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হলে সঞ্জিত হোসেন আলিফ নামে এক কলেজছাত্রের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.