সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া বিনপাড়া এলাকা থেকে ১ কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া যুবক সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সাব্দুল বিশ্বাসের টোলার আব্দুল খালেক ওরফে নুহু আলীর ছেলে মো. আলমগীর হোসেন ওরফে নাহিদ (২৬)।
জেলা গোয়েন্দা শাখার এসআই অনুপ কুমার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল এসআই মশিউর রহমানের নেতৃত্বে বাররশিয়া বিনপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি হেরোইনসহ মো. আলমগীর হোসেন ওরফে নাহিদকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এসআই অনুপ কুমার।