× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০ দফা বাস্তবায়ন দাবিতে ফেনী বিএনপির বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ২০:২৮ পিএম

সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে  শহরের তাকিয়া রোড থেকে মিছিলটি বের হয়ে বড় মসজিদ, প্রেসক্লাব চত্বর হয়ে ফেনী বাজারে প্রবেশ করে সমাবেশে মিলিত হয়।

 এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব। 

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা বাস্তবায়ন করতে হবে । 

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন গঠন, গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ এসএম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি ছালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.