× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ২০:৪৪ পিএম

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে মানিকছড়ির গচ্ছাবিল সিপাহীপাড়া এলকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকছড়ি গচ্ছাবিল এলাকার সিপাহিপাড়ায় মো. ওমর ফারুক( ভাংগারী)র স্ত্রী  কুলছুম বেগম (৩৮ সন্ধ্যায় বাড়ির পাশে গরু আনতে গেলে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় য়ে ইসরাত জাহান কলি (৮)সহ ঘটনাস্থলে মৃত্যু হয়।

স্থানীয় রাসেল হোসেন জানান, বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয় মা-মেয়ে মারা গেছে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মহি উদ্দিন মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ওসি শাহ নুর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.