× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৬ এএম

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মো. তাহাসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটে।

মো. তাহসিন ওই এলাকার মো. ছোটনের ছেলে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান বলেন, বিকালে শিশু তাহসিন বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। খোঁজা-খুঁজির পর স্থানীয়দের সহযোগীতায় তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।  

উল্লেখ্য, কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৪৮টি শিশু পুকুরে ডুবে মারা গেছে। এদর মধ্যে বেশির শিশু ১ থেকে ৩ বছর বয়সী। উপজেলায় পানিতে ডুবে গণহারে এই শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.