× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির গণমিছিল

গাইবান্ধা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ এএম

বিএনপির কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি পূরণের লক্ষ্যে গাইবান্ধা জেলা বিএনপির গণমিছিল করেছে। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে গণমিছিলে নেতাকর্মীদের জনসমুদ্রে পরিণত হয়। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পুরো গাইবান্ধা শহর।


শনিবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ। 

এ কর্মসুচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বক্তারা গ্রেফতারকৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

একই সঙ্গে ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলি বর্ষণে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঘোষিত জনগণের আকাঙ্খার ১০ দফা দাবি বাস্তবায়নে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.