× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণ বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯ এএম

বিভাগীয় প্রধানের অপসারণের দাবিতে আন্দোলন কর্মসূচি করছে গণ বিশ্ববিদ্যালয় (গবি) এর রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৪ দফা দাবি নিয়ে অবস্থান নেয় বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

তাদের দাবি সমূহ:
১. বিভাগীয় চেয়ারম্যানের অপসারণ করা।
২. শিক্ষক কর্তৃক শিক্ষার্থী হুমকি বন্ধ করা।
৩. ব্যক্তিগত আক্রশের প্রভাব খাতায় না ব্যবহার করা।
৪. শিক্ষার্থী বান্ধব একজন চেয়ারম্যান নিয়োগ দেয়া।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন জানায়, 'আমরা আমাদের শিক্ষার্থী হিসেবে ন্যায্য অধিকারের বাস্তবায়ন চাই।'

এ বিষয়ে রাজনীতি প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতাউর রহমান খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন এ বিষয়ে বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা বিভাগক থেকেই সমস্যার সমাধান করতে বলেছি। তাছাড়া শিক্ষাসফরে যাওয়ার অনুমতির বিষয়টির সমাধানও হবে বিভাগ থেকেই। তবে বিভাগীয় প্রধানের অপসারনের দাবিটি গ্রহণযোগ্য নয়।' এছাড়া কয়েকদিনের ভেতরেই বিষয়টির সমাধান হবে বলেও আশাবাদী তিনি।

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে তা বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকদের অবগত করার পরও কোনো সমাধান পায়নি। সবশেষে তারা গত তিন দিন যাবৎ ক্লাস বর্জন করেও আশানুরুপ সাড়া না পাওয়ায় বুধবার উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.