× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনায় সাড়ে ৪ বছর পর শিশু পরশমনি হত্যার রহস্য উন্মোচন

নেত্রকোনা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২২, ০৭:৪৬ এএম

প্রায় সাড়ে চার বছর কয়েকদফা তদন্ত শেষে নেত্রকোনার মদনে শিশু পরশমনি হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামি জোবায়েরকে গ্রেফতার করেছে পুলিশ ইনভাস্টিগেশন ব্যুরো (পিবিআই)।

সোমবার বেলা ১১ টায় নেত্রকোনা পৌর শহরের কাটলী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউনিট ইনচার্জ মোঃ শাহিনুর কবির জানান, ২০১৮ সালের ১৪ই ফেব্রুয়ারি নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামের হাবিবুর রহমানের বড় মেয়ে পরশ মনির (৯) লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের চারমাস পর অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন পরশমনির মা শাহিনুর আক্তার। দীর্ঘ সময় তদন্ত হলেও হত্যার রহস্য উদঘাটন করতে পারে নি পুলিশ। পরে ২০২০ সালে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে বাদী পক্ষের নারাজিতে ২৬ নভেম্বর ২০২১ সালে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।

এরই প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুনঃ তদন্ত শুরু করে পিবিআই। পুলিশ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম খানের দীর্ঘ তদন্তে গত ২৪ ডিসেম্বর ২০২২ নেত্রকোনা সদরের সাতপাই এলাকা থেকে জোবায়ের নামে একজনকে গ্রেফতার করা হয়। কয়েক ঘণ্টার ব্যাপক জিজ্ঞাসাবাদে শিশু পরশ মনিকে হত্যার কথা স্বীকার করে কদমশ্রী গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে জোবায়ের (২৩)। পরবর্তীতে আদালতে ৬৪ ধারায় জবানবন্দী শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.