× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হবিগঞ্জের মাধবপুরে বৃদ্ধের রহস‍্যজনক মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২২, ০৮:১২ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের এক বৃদ্ধের মৃত‍্যু নিয়ে রহস‍্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস‍্য উদঘাটন করতে সোমবার বিকালে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন‍্য উদ্ধার করেছে।

রোববার রাতে ওই গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে হক মিয়া (৫৫) রহস‍্যজনক মৃত‍‍্যু হয়। স্ত্রী ফুল বাহারসহ কয়েকজন-ঘটনা ধামাচাপা দিতে লাশ দাফনের চেষ্টা করে। কিন্তুু তার নিকট আত্বীয় কয়েক জন মৃত‍্যুকে সন্দেহ করে। স্থানীয় সুত্র জানায় কয়েকদিন আগে নিহতের জমি লিখে নেয়া হয়।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মল চক্রবর্তী জানান, খবর পেয়ে ওসি সহ ঘটনাস্থলে গিয়ে মৃত‍্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়ার পর এ মৃত‍্যু নিয়ে সন্দেহ হলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের লাশ নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে অনেক ক্ষত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.