শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসানের নামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ঐতিহাসিক কাটাখালি ব্রিজের পাশে জেলা প্রশাসক সাহেলা আক্তার এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে শেরপুর অনন্য স্থান দখল করে আছে। এজন্য জেলার বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক কাটাখালী যুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটি সংরক্ষণ করা হয়েছে। সেই যুদ্ধের নায়ক শহীদ নাজমুল আহসান স্মরণে আজ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হলো।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ জুলাই পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিন মুক্তিযোদ্ধাসহ ১২ জন শহীদ হন। এর মধ্যে একই পরিবারের ছিলেন তিন মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেন। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে স্থানীয়দের দাবির মুখে স্বাধীনতার ৪৮ বছর পর স্থানটি সংরক্ষণে সংস্কার কাজ শুরু করে শেরপুর জেলা প্রশাসন।