× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাভারে তিতাসের অভিযানে ৫শ সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়া প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৩, ২৩:১৪ পিএম

সাভারে বিভিন্ন বাসা-বাড়িতে ব্যবহৃত ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বুধবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী অভিযানে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর জয়নাবাড়ি, যাদুরচর ও সুইচটেক্স এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম। তিনি জানান, সাভারের হেমায়েতপুরের এসব এলাকায় দুই কিলোমিটারের ভেতর ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগের সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সেখানে উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেয়া হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ। এসব অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. সাভার জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নানসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ওইসব এলাকায় গ্যাসের চুলার বকেয়া বিলও উত্তোলন করা হয়। অভিযান পরিচালনাকালে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.