টাঙ্গাইলের ভূঞাপুরে তেলবাহী লরির ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দাসী সড়কের বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী (২৫) ও অপরজন শিশু (৪)। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূঞাপুর থেকে ভ্যানে করে গোবিন্দাসীর দিকে যাচ্ছিলেন তারা। পথে বাগবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে একটি তেলবাহী লরি ধাক্কা দিলে ভ্যানে থাকা দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।